পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কা, নিহত ১০

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা একটি লরিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত দুই নারীসহ ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় মহাসড়কের নলা ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার। দুর্ঘটনায় পড়া বাসটি বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবর বিডিনিউজের।

নিহতরা সবাই বিহারের পূর্ব চম্পরন জেলার মতিহারির বাসিন্দা। তারা চব্বিশ পরগনায় গঙ্গাসাগর দেখে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে হিন্দু। আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি হঠাৎ করেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটিতে ধাক্কা মারে এবং উল্টে যায়। দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ তদন্তে নেমেছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধগাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ২১