নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডস্থ ল্যান্ডমার্ক আবাসিক এলাকার সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম।
গতকাল বৃহস্পতিবার উঁচু সড়ক উন্নয়ন কাজ উদ্বোধনকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, সোসাইটির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মো. সৈয়দ ছগির আহমদ, সিনিয়র সহ–সভাপতি আহম্মদ হোসাইন, সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন আহমদ কবির।
এসময় কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বলেন, উন্নয়নকাজ শেষ হলে বর্তমান সড়ক থেকে উচ্চতা ২–৩ ফুট বাড়বে। এতে এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। ব্যয় সাশ্রয়ের পাশাপাশি যেকোনও উন্নয়ন কর্মকাণ্ড টেকসই হতে হবে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান উল্লেখ করে নগরবাসীকে কর্পোরেশনকে স্বাবলম্বী করতে বকেয়া পৌরকর পরিশোধ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।