পশ্চিম বাকলিয়ায় অলি-গলি ও নালায় মশার ওষুধ স্প্রে

ঝটিকা পরিদর্শনে সুজন

| সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন গতকাল রোববার বিকেলে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ঝটিকা পরিদর্শনে যান। এসময় তিনি দেওয়ান বাজার সিএন্ডবি কলোনি ব্রিজের পাশে চাক্তাই খালে ময়লা-আবর্জনা দেখে দুঃখ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি এলাকার মানুষজনের মাঝে করোনা সচেতনতায় সাবান-মাস্ক বিতরণ ও পশ্চিম বাকলিয়া ডিসি রোডের অলি-গলি, নালা, খাল এবং বাসা-বাড়িতে মশার লার্ভা ধ্বংসে কালো তেলসহ ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটান।
এসময় সুজন বলেন, প্রত্যেক ওয়ার্ডের বাসিন্দাদের তাদের নিজ এলাকা ও বাসস্থানের আশপাশ পরিষ্কার রাখতে হবে। এক্ষেত্রে শুধু কর্পোরেশনের ওপর নির্ভর করলে হবে না, নগরবাসীরও নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্নতায় দায়িত্ব রয়েছে।
এসময় ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম, কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। পরে প্রশাসক সাবেক সংসদ সদস্য ও সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক চেয়ারম্যান এম কফিল উদ্দীনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিয়ার বাপের মসজিদস্থ মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা সমাপ্ত
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে হাম রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন