অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগাং ইডেন ক্লাবের উদ্যোগে নগরীর পশ্চিম বাকলিয়ার ডিসি রোডের মৌসুমী আবাসিক এলাকাস্থ ক্লাবের মাঠে ইডেন শর্টপিচ টুর্নামেন্ট গত ৩০ নভেম্বর রাতে উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চিটাগং ইডেন ক্লাবের সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির ভাইস–চেয়ারম্যান এসএম আহসানুল কবির চৌধুরী টিটু। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির সভাপতি মাসুদ পারভেজ খোকা, সিনিয়র সহ–সভাপতি মো. সাহেব চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হাবিব কাইফি, সাংগঠনিক সম্পাদক মো. আল ফয়সাল আরহাম, সহ–সাংগঠনিক সম্পাদক শোয়েব বিন শফিক, জুবায়ের বিন হোসেন, মো. সাজেদ চৌধুরী, নাহিদুল আনোয়ার আরাফাত, মো. তোফাজ্জল হোসেন জিকো, তৌসিফ খান, নিরব খান মোর্শেদ, সাদমান চৌধুরী, ইমরুল হাসান, আরিফুল ইসলাম মানিক প্রমুখ। টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় টিম নাইনটি ও বিনোদনের সাথে মধ্যকার খেলায় টিম নাইনটি জয়লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।