পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েল

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী এই তিন ফিলিস্তিনিকে হত্যা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক মাসের অস্থিরতার পর এটি এই অঞ্চলে সর্বশেষ একটি সহিংসতা। ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে।

যার মধ্যে অনেকগুলোই খুব মারাত্মক অভিযান ছিল। ইসরায়েলিদের ওপর একের পর এক মারাত্মক আক্রমণ চালায় তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোরে জেনিনে ইসরায়েলি বাহিনী তিনজনকে গুলি করে হত্যা করে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সৈন্যরা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা সন্দেহভাজনদের ধরতে জেনিনে প্রবেশ করেছিল। ওই অঞ্চলে প্রবেশ করলে সৈন্যদের ওপর গুলি চালানো হয়, জবাবে তারাও পাল্টা গুলি চালায়। সৈন্যরা আহতদের মধ্যে একজনকে বহনকারী একটি অ্যাম্বুল্যান্সে গুলি চালিয়েছে এমন অভিযোগের কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধঅদৃশ্য হওয়ার জ্যাকেট আবিষ্কার করলো চীন
পরবর্তী নিবন্ধথাই উপকূলে দুইশ’র বেশি রোহিঙ্গা নিয়ে ডুবতে বসেছে এক নৌকা