পশ্চিম তীরে হাসপাতালে ৩ বন্দুকধারীকে হত্যা করেছে ইসরায়েল

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৬ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে একটি হাসপাতালে তিনজন বন্দুকধারীকে হত্যা করেছে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের ছদ্মবেশে ছিল বলে জানিয়েছে ইসরায়েলের পুলিশ ও সামরিক বাহিনী। মঙ্গলবারের অভিযানে নিহত তিনজনের একজন একটি আসন্ন হামলার পরিকল্পনা করার জন্য এবং বাকি দুইজন সামপ্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল’ বলে দাবি করে ইসরায়েলি বাহিনী। খবর বিডিনিউজের। অনলাইনে ইসরায়েলের এই অভিযানের সিসিটিভি ফুটজ ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, প্রায় এক ডজন ছদ্মবেশী সেনা, যাদের মধ্যে তিনজন নারীর ছদ্মবেশ ধারণ করেছিলেন, দুই জন চিকিৎসাকর্মীর ছদ্মবেশে জেনিনের ইবনে সিনা হাসপাতালের করিডর ধরে এগিয়ে যাচ্ছেন। তাদের সবার হাতে অ্যাসল্ট রাইফেল। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.৪৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধটয়োটার ৫০ হাজার গাড়ির এয়ারব্যাগে ত্রুটি