পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের অভিযান, নিহত ৯

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের উত্তর অংশে ইসরায়েলি হামলায় অন্তত ৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও গণমাধ্যম সূত্রে এমনটি জানা গেছে। গতকালের অভিযানে শত শত ইসরায়েলি সেনা যুদ্ধ বিমান, ড্রোন ও বুলডোজারের সাহায্য নিয়ে একইসঙ্গে জেনি, তুলকারেম ও জর্দান উপত্যকায় হামলা চালায়। খবর বাংলানিউজের।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স বিভাগের পরিচালক আলজাজিরাকে বলেন, ইসরায়েলি বাহিনী তুবাসে ফারা শরণার্থী শিবিরে চারজনকে হত্যা করেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে রেড ক্রিসেন্ট বলছে, তাদের ওই এলাকায় প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ছে। সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই ব্যক্তি জেনিনে নিহত হয়েছেন। সেইর গ্রামের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন গিয়ে পড়লে তিনজন নিহত হন।

অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেম থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, ইসরায়েল ২০০২ সালে দ্বিতীয় ইন্তিফাদার সময়ের পর থেকে এ পর্যন্ত চালানো সবচেয়ে বড় অভিযান

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.২২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজাপানে ধেয়ে যাচ্ছে টাইফুন সানসান, জরুরি সতর্কতা