অধিকৃত পশ্চিম তীরে ড্রোনের সমর্থন নিয়ে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাসের মধ্যে হওয়া অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা। ড্রোন দিয়ে জেনিন শহরের শরণার্থী শিবিরে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি সেনা ও পুলিশ বড় ধরনের আক্রমণ চালায়। খবর বিডিনিউজের।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার জেনিনে আকাশ থেকে ড্রোন দিয়ে চালানো হামলায় ৫ জন নিহত হন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কাফর কুদে ইসরায়েলি বাহিনী দুজনকে গুলি করে হত্যা করে। আর বেথেলহেমে আরেকজন তরুণ নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে পশ্চিম তীরের তুবাস প্রশাসনিক এলাকায় তিন ব্যক্তি ও ১৪ বছরের এক কিশোর নিহত হন।
জেনিন থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, সোমবার বিকালে ইসরায়েলি বাহিনী স্থানীয় একটি মানি এক্সচেঞ্জকে লক্ষ্যস্থল করে। এই মানি এক্সচেঞ্জটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অর্থায়নের সঙ্গে জড়িত বলে দাবি বাহিনীটির। এরপর মঙ্গলবার সকালে জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালায় ইসরায়েল।