পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

দখলে থাকা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা ওয়াফা। খবর বিডিনিউজের।

নিহত ১২ বছর বয়সী আয়মান নাসের আলহায়মুনি হেবরনের বাসিন্দা, ১৩ বছর বয়সী রিমাস আলআমুরি জেনিনের। ওয়াফার বরাত দিয়ে আলজাজিরা জানায়, হেবরনের দক্ষিণে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী আলহায়মুনিকে লক্ষ্য করে গুলি চালায়।

তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা সেখানেই তাকে মৃত ঘোষণা করেন। আলআমুরির পেটে গুলি লাগে। তাকেও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকেও বাঁচানো যায়নি। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালফিলিস্তিন (ডিসিআইপি) জানিয়েছে, শুক্রবার বিকেলে জেনিনে নিজ বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায়ই আলআমুরিকে গুলি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩০ দিন পর লাইভ ভিডিও মুছে ফেলবে ফেসবুক
পরবর্তী নিবন্ধপেন্টাগনে ট্রাম্পের ঝাঁকুনি, শীর্ষ এক জেনারেল ও নৌপ্রধান বরখাস্ত