পশ্চিম গুজরায় জগদ্ধাত্রী মায়ের পূজা শুরু ২০ নভেম্বর

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

রাউজান পশ্চিম গুজরায় জগদ্ধাত্রী মায়ের পূজা অনুষ্ঠান ২০ ও ২১ নভেম্বর। এ উপলক্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে জগদ্ধাত্রী মায়ের পূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কার্যকরী কমিটির সভাপতি আশুতোষ মহাজন। কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনে পুরোহিত শিব শংকর ভট্টাচার্য্যের গীতা পাঠের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় ১ম দিন ২০ নভেম্বর সোমবার ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও রাতে ধর্মীয় পাল্টা কীর্তন। ২১ নভেম্বর গীতাপাঠ ও রাতে ডিজিটাল সন্ধ্যা আরতী অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী অনুষ্ঠান মালায় দিবারত্রি অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে। রাত ১১টায় বেতারটিভি শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভা ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ৫২০ জন কৃষক পেল বিনামূল্যে কৃষি বীজ ও সার