পূর্ব আঁধার মানিক পল্লী উন্নয়ন সমিতি উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল নারায়ন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দীপক কুমার পালিত। এ সময় বক্তব্য রাখেন লায়ন রিমন কান্তি মুহুরী, পল্লী উন্নয়ন সমিতির সভাপতি বীনা ধর, পলাশ ধর, উত্তম ধর, তন্ময় ধর রিপন, শান্তু ধর, মঈনুল হাসান অভি বিপুল ধর, নরেন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।