হাজারীগলিস্থ সিপিবি কার্যালয়ে ২৪ তম পল্টন হত্যার স্মরণসভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি সভাপতি কমরেড অশোক সাহা। সঞ্চালনা করেন জেলা কমিটির সহকারী সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া। সভায় বক্তব্য দেন, সিপিবির কেন্দ্রীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, জেলা সম্পাদক মণ্ডীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড উত্তম চৌধুরী, কমরেড ফরিদুল ইসলাম, কমরেড রেখা চৌধুরী, ছাত্রনেতা সুদীপ্ত চাকমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।