পলোগ্রাউন্ডে জনসভা জনসমুদ্রে পরিণত হবে

নাসিরাবাদে মতবিনিময় সভায় কাউন্সিলর মোরশেদ

| বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর আগমনের দিকে তাকিয়ে আছে মানুষ। ইতিমধ্যে সমাবেশকে কেন্দ্র করে মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। গত সোমবার সন্ধ্যায় আগামী ৪ঠা ডিসেম্বর সমাবেশ সফল করতে নাসিরাবাদ শিল্পাঞ্চল ইউনিট আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভায় ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম এসব কথা বলেন।
এসময় নাসিরাবাদ শিল্পাঞ্চল ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ৪২নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের, শিক্ষা বিষয়ক সম্পাদক দীনবন্ধু দাশ গুপ্ত, মহানগর যুবলীগের সাবেক সদস্য জাবেদ হোসেন খান, নাসিরাবাদ শিল্পাঞ্চল ইউনিটের সাধারণ সম্পাদক বজল আহম্মদ, শেখ ফরিদ, চশমা ইউনিটের সভাপতি শাহিনুল আলম শাহীন, সাধারণ সম্পাদক সৈয়দ মো. আসাদ সর্দার, আল মাসুদ চৌধুরী হিরু, মকসুদ চৌধুরী, ইউসুফ মানিক, জামাল উদ্দিন, মফিজুর রহমান, বেলাল হোসেন রানা, আব্দুস সালাম, মানিক মিয়া, মো. হানিফ, মো. কামাল, জাফর আহম্মদ, মো. আজিজ, মো. ফারুক, মাহবুবুল আলম, মো. সেলিম, আইয়ুব খান, মো. বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির সুয়াবিল তৈয়্যবিয়া মাদ্রাসায় সালানা জলসা
পরবর্তী নিবন্ধসাজাপ্রাপ্ত তারেককে জাতীয় সরকারের প্রধান বানাবেন কীভাবে?