পলোগ্রাউন্ডে জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে

প্রস্তুতি সভায় ব্যারিস্টার ইমতিয়াজ

| বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সর্বস্তরের জনগণকে নিয়ে জনসভাকে জন সমুদ্রে পরিণত করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিএনপিসহ যে সমস্ত বিরোধী দল নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে তাদেরকে পাড়ায়, মহল্লায় সর্বস্থানে প্রতিহত করতে হবে। আগামী ৪ঠা ডিসেম্বরের জনসভায় প্রত্যেক ইউনিয়ন থেকে সর্বাধিক সংখ্যক নেতা ও কর্মীর জনসমাগম করতে হবে। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করে তোলার লক্ষে চট্টগ্রাম১৪ চন্দনাইশসাতকানিয়া (আংশিক) অংশের আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীদের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে এতে আরো বক্তব্য রাখেন ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদু শুক্কুর কোম্পানী, হাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম বাবুল, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি সাইফুদ্দীন, পৌরসভা যুবলীগ নেতা মাইনুদ্দীন, বরকল ইউনিয়ন যুবলীগ নেতা মো. হাসান, বৈলতলী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো. ইউনুস, দোহাজারী ইউনিয়ন যুবলীগ নেতা ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট তৌফিক, কালিয়াইশ ইউনিয়ন যুবলীগ নেতা মো. ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতি সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার জনসভাকে জনসমুদ্র করে আমাদের ঋণ শোধ করতে হবে