পলোগ্রাউন্ড থেকে অস্ত্রসহ গ্রেফতার ৬

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৭:২৮ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ। বাংলানিউজ
গ্রেফতারকৃতরা হলো মো. শাহ আলম প্রকাশ আলম (৪২), মো. সোহেল প্রকাশ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৩), আল আমিন প্রকাশ আমিন সুমন (২৪), মো. শহিদুল আলম সানি (৩১), ছেলে শফিকুল ইসলাম (২০) এবং মো. সুজন প্রকাশ হানিফ (২১)।
মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে দেশী অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অবৈধ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিলুপ্ত প্রজাতির বানর উদ্ধার