পলিথিনের বিকল্প ব্যবহার করতে হবে

কাজী মালিহা আকতার | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

আমাদের পরিবেশের আবর্জনার বিরাট একটা অংশ হচ্ছে পলিথিন। উৎপাদনগত ও প্রক্রিয়াকরণগত দিক থেকে পলিথিন জীবজগতের জন্য হুমকির কারণ। এটি শুধু মানুষের নয় বরং অন্যান্য প্রাণী ও পরিবেশের ক্ষতি করে থাকে। কারণ পলিথিন সহজে পচে না এবং মাটিতে মিশে যায় না। এটি প্রায় ১০০ বছর থেকে ১০০০ বছর ধরে না পচে থাকতে পারে। মাটিতে ফেলে দেওয়া পলিথিন মাটিতে বসবাসকারী অণুজীবের ক্ষতি করে। পলিথিনে এমন রাসায়নিক উপাদান থাকে যা উদ্ভিদ এবং মাটির কণার মধ্যে থাকা জীবের জন্য বিষাক্ত। এটি মাটির উর্বরতা নষ্ট করে। পলিথিন ড্রেন ও নর্দমায় আটকে জল চলাচল ব্যাহত করে। যা শহরাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টির অন্যতম একটি কারণ। পলিথিন সামুদ্রিক এবং জলজ প্রাণীর জন্যও ক্ষতিকর। পলিথিনকে খাদ্য হিসেবে গ্রহণ করে অনেক পশুপাখি মারা যায়। আবার কর্মক্ষেত্রে পলিথিন প্রক্রিয়াকরণের সময় সূক্ষ্ম ধুলো এবং উত্তপ্ত ধোঁয়ার সংস্পর্শে চোখ, ত্বক এবং শ্বাসযন্ত্রের জ্বালা হতে পারে। গরম গলিত পদার্থের সংস্পর্শে তীব্র তাপীয় পোড়া, স্থায়ী আঘাত বা অন্ধত্বের কারণ হতে পারে। পলিথিন পোড়ালে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা মানুষের শ্বাসকষ্ট ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিগত বছরের নভেম্বরে সরকার পলিথিনকে নিষিদ্ধ করলেও বাজারে এখনো এটির ব্যবহার সক্রিয়। এখন থেকে পলিথিন উৎপাদন বন্ধ না করলে ভবিষ্যতে জীবকুল হুমকির মুখে পড়বে। তাই পলিথিন নিষিদ্ধকরণে সকলকে সোচ্চার হতে হবে এবং পলিথিনের বিকল্প ব্যবহার শুরু করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসুখ, দুঃখ দুটোই উপভোগ্য
পরবর্তী নিবন্ধপ্রেমের কবি নজরুল