পলাশ শিমুল কৃষ্ণচূড়ার কথা

নাহিদ সুলতানা | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

আগুন ঝরা ফাগুন দিনে

দখিন বাতাস বুকে নিয়ে

পলাশ শিমুল কৃষ্ণচূড়া

বলে যায় কথা প্রাণ খুলে

রাজপথ জুড়ে

মাঠঘাট দিগন্ত পেরিয়ে

মিঠে সুরে গান গেয়ে যায়

আউল বাউল

দোয়েলকোকিল,

ছোট্টসোনা ছড়াগল্প শুনে

ঘুমপাড়ানি গান শুনে মায়ের কোলে।

 

মনের ঘরের ভাবনাগুলো

জীবন্ত হয় এই ভাষাতেই

সুখদুখের জীবনকাব্য

লিখে রাখি এই ভাষাতেই

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার প্রাণের ভাষা

আমার ভাইয়ের রক্তে কেনা এ ভাষা

আধুনিকতার বেড়াজালে

আহত হচ্ছে প্রিয় ভাষা

সর্বনাশা স্রোতের কালিমায়

সংস্কৃতি ধ্বংসের সম্মুখে

 

বীর বাঙালি ভাষাসৈনিক ভাইয়েরা উঠে এসো,

তোমাদের দেওয়া ভাষাকে

নিষ্কলুষ করে ছড়িয়ে যাও ভাষার বীজমন্ত্র,

মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

জাগিয়ে দাও আরেকবার

এই ভাষাটা বেঁচে থাকুক গর্ব নিয়ে

ভিনদেশি স্রোতে মলিন না হোক

আমাদের প্রিয় বাংলা ভাষা

সর্বস্তরে ব্যবহৃত হোক প্রিয় ভাষা

আপন সংস্কৃতি চর্চা হোক।

পূর্ববর্তী নিবন্ধহকারদের কবল হতে ফুটপাত মুক্ত করা হোক
পরবর্তী নিবন্ধগৌতম বুদ্ধের ভিক্ষাপাত্র কান্দাহারে