বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা গত শনিবার হোটেল সারিনায় অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আরএএম ওবাইসুল মোকতাদির চৌধুরী এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) প্রেসিডেন্ট ও হোটেল আগ্রাবাদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন ও হোটেল ইন্ডাস্ট্রিজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে অতিথিবৃন্দ দেশের পর্যটন শিল্পকে দেশী–বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার লক্ষ্যে পর্যটন কর্পোরেশন ও হোটেল মোটেল শিল্পের সাথে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো নিবিড় করার উপর জোর দেন। প্রধান অতিথি আরএএম ওবাইসুল মোকতাদির চৌধুরী বলেন, বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনাগুলোকে প্রকৃষ্টরূপে ব্যবহার করতে হলে নেটওয়ার্কিং আরও জোরদার করতে হবে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোকে সর্বমহলে তুলে ধরতে হবে। এক্ষেত্রে বিহার সমম্বিত উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। প্রেস বিজ্ঞপ্তি।