পর্যটকে মুখরিত সাজেক উপত্যকা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা শীতের শুরুতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে। পর্যটকদের ভিড় বাড়ায়, চাপ বাড়ছে রিসোর্টকটেজগুলোতে। সে সঙ্গে বেড়েছে রিসোর্টকটেজগুলোতে আগাম কক্ষ বুকিং। গত শুক্রবার সাজেকের সব রিসোর্টকটেজ শতভাগ বুকিং ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সাজেক কটেজ মালিক সমিতি সূত্র জানিয়েছে, সাজেকে বর্তমানে ১৩৫টি মতো রিসোর্টকটেজ রয়েছে। সব রিসোর্টকটেজে আগাম কক্ষ বুকিং চলছে। গত শুক্রবারে সব রিসোর্টকটেজ শতভাগ বুকিং থাকলেও এখন বর্তমানে ৮০ শতাংশ বুকিং রয়েছে। তবে পুরো ডিসেম্বর মাসজুড়ে কক্ষ বুকিং বাড়ছে। কেউ যদি বুকিং না দিয়ে সাজেকে আসে, তাহলে কক্ষ না পাওয়ার সম্ভবনা বেশি জানিয়েছে কটেজ মালিক সমিতির সংশ্লিষ্টরা। সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্র চাকমা জানান, শীতের শুরুতে ভালো পর্যটক আসছে। আমাদের রিসোর্টসহ সাজেকের সব রিসোর্ট কটেজ ২৭ ডিসেম্বর পর্যন্ত আগাম কক্ষ বুকিং রয়েছে। সামনে হয়তো আরও বাড়বে। এমনিতে প্রতি বছর ডিসেম্বর মাসে পর্যটকের চাপ বেশি থাকে।

সাজেক কটেজ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শুক্রবার পর্যটকদের প্রচুর চাপ ছিলো, পুরো রিসোর্ট কটেজে কক্ষ শতভাগ বুকিং ছিলো। অনেকেই আবার কক্ষ না পেয়ে কর্মচারীর রুম, স্টোর রুম ও ক্লাব ঘর ভাড়া দিতে হয়েছিল। আজকেও (গতকাল) সব রিসোর্ট কটেজ ৮০ শতাংশ বুকিং রয়েছে। এছাড়া পুরো ডিসেম্বর মাসজুড়ে বুকিং এর চাপ রয়েছে, বুকিং আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছিল রাঙামাটি জেলা প্রশাসন। পরে পরিস্থিতি স্বাভাবিক থাকায় ৫ নভেম্বর থেকে সাজেকে পর্যটকদের ভ্রমণে জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে নৈতিক, চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব ছাত্রশিবিরের
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা