পর্যটকরা ওয়ানস্টপ সার্ভিস পাবেন ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমে

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৯:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সৈকতে অবস্থিত ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমে ওয়ানস্টপ সার্ভিসের মতোই সকল ধরনের তথ্যসেবা পাবেন পর্যটকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কঙবাজার অঞ্চল কার্যালয়ে এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কন্ট্রোল রুম উদ্বোধনকালে জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। এখানে প্রতিদিন দেশবিদেশের পর্যটকরা ঘুরতে আসেন। কিন্তু ঘুরতে এসে তথ্য না জানার কারণে অনেকেই প্রতারণাসহ নানা বিড়ম্বনার শিকার হন। তাদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতেই পর্যটকদের সকল ধরনের তথ্যসেবা দেয়া হবে এ কন্ট্রোল রুমে।

তিনি জানান, এ কক্ষটি পর্যটকদের জন্যে সার্বক্ষনিকভাবে খোলা থাকবে। এ জন্য নিয়ন্ত্রণ কক্ষের জরুরি সেবা নম্বর ০১৩২০১৫৯০৮৭ এ যোগাযোগ করতে পারবেন। এসপি জানান, কঙবাজার শহরের সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশের ৫টি হেল্প ডেস্ক রয়েছে। সেখানে মূলত বাচ্চা হারিয়ে গেলে সাহায্য চাওয়া হয়। আর এ কন্ট্রোল রুমে ওয়ানস্টপ সার্ভিসের মতোই সকল ধরনের তথ্য দেওয়া হবে। যেমন কোনো হোটেল নম্বর, কোনো লোকেশনসহ যেকোনো ধরনের তথ্যসেবা। তাছাড়া নিরাপত্তার জন্য পর্যটন এলাকাসহ সৈকতের ৩টি পয়েন্টে রয়েছে দিনরাত চব্বিশ ঘন্টা পুলিশী প্রহরা।

কঙবাজার ভ্রমণে আসা পর্যটকের তথ্যসেবা দেওয়ার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বাধীন বিচ ম্যানেজমেন্ট কমিটির অধীনে কঙবাজার শহরে ৩টি এবং ইনানী ও সেন্টমার্টিনে একটি করে তথ্যসেবা কেন্দ্র রয়েছে। এছাড়া পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার জন্য পুলিশের পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিচকর্মীরাও সৈকতে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যকে ১৩৪ শিক্ষকের চিঠি
পরবর্তী নিবন্ধচার মাস পর আজ চবির সিন্ডিকেট সভা