পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার নগর পুলিশের কনস্টেবল রুবেল মিয়াকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তিনি নেত্রকোনা জেলার ছেওপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। মামলা দায়ের ও গ্রেপ্তার পরবর্তী তাকে বহিষ্কার করা হয়। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে রুবেল মিয়ার পাঁচদিন রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
আদালত সূত্র জানায়, মামলার বাদী তথা রুবেল মিয়ার প্রেমিকাও একজন পুলিশ সদস্য। সম্প্রতি তারা দুজন চান্দগাঁও থানাধীন একটি আবাসিক হোটেলে সময় কাটান। সেখানে গোপনে প্রেমিকার আপত্তিকর ভিডিও ও ছবি তোলেন রুবেল মিয়া। পরে সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিবেন বলে হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়।
এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী নির্যাতন আইনের বিভিন্ন ধারায় কনস্টেবল রুবেল মিয়ার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি রুবেল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।