পর্ন তারকাকে ঘুষের মামলা ট্রাম্প দোষী সাব্যস্ত হলে কী হবে?

| বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে গোপনে অর্থ দেওয়ার অভিযোগে হওয়া মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিচার শেষের পথে। মামলার ৩৪টি অভিযোগ নিয়ে ১২ জন জুরি, খানিকটা উত্তেজিত একজন বিচারক এবং একদল সাক্ষী পাঁচ সপ্তাহ ধরে যুক্তিতর্ক চালিয়েছেন। আলোচিত মামলার সমাপনী যুক্তিতর্ক শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। পরবর্তীতে জুরিরা আলোচনা শুরু করেছেন। খবর বিডিনিউজের।

এরপর বিচারকরা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। মামলার ৩৪টি অভিযোগের মধ্যে ট্রাম্প যদি একটি অভিযোগেও দোষীসাব্যস্ত হন, তবে তিনিই হবেন ফৌজদারি কোনো মামলায় দোষীসাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট। সেইসঙ্গে অপরাধী তকমা নিয়ে প্রধান কোনো দলের হয়ে হোয়াইট হাউসে বসার জন্যও প্রার্থী হবেন। তবে যদি ট্রাম্পকে দোষীসাব্যস্ত করেই রায় আসে, তাহলে তিনি কী কারাগারে যাবেন? সেক্ষেত্রে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে কে প্রার্থী হবেন? এমন কিছু বিষয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি।

দোষী সাব্যস্ত হলে কী হবে? : বিবিসি লিখেছে, মামলার বিচারের পুরো সময়ে ডনাল্ড ট্রাম্প জামিনে মুক্ত রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭০.০৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজাকারবার্গ-ইলন মাস্কদের বড় স্বৈরাচার বললেন নোবেলজয়ী মারিয়া