পর্দা ওঠার অপেক্ষায় প্যারিস অলিম্পিক

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ২:০১ অপরাহ্ণ

ফ্রান্সের রাজধানী প্যারিসে ৩৩তম অলিম্পিক গেমসের পর্দা উঠতে মাত্র একদিন বাকি। কাল ২৬ জুলাই হতে ১১ আগস্ট হবে গেমস। বিশ্বের ২০৬টি দেশের সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলেট ৩২টি ডিসিপ্লিনে ৩২৯টি ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন। ৩৫ ভেন্যুতে হবে এবারের গ্রেটেস্ট শো অন আর্থ মহাযজ্ঞ।

আনুষ্ঠানিকভাবে আসর শুরুর আগেই গতকাল বুধবার ফুটবল ও রাগবি ইভেন্ট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার হবে হ্যান্ডবল ও আর্চারি ইভেন্ট। সামগ্রিকভাবে মাল্টিস্পোর্টস ইভেন্টটি ১৯ দিনব্যাপী আয়োজিত হবে। কাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেইন নদীতে কয়েক ডজন নৌকা অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নিয়ে ৬ কিলোমিটার (.৭ মাইল) পথ অতিক্রম করবে। নিরাপত্তাজনিত কারণে নদী তীরে দর্শক সংখ্যা তিন লাখে সীমাবদ্ধ থাকবে। জলপথে ৮০টি জায়ান্ট স্ক্রিন থাকবে। অনুষ্ঠানের ব্যাপ্তি প্রায় চার ঘণ্টা হতে পারে। স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে সেইন নদীতে হবে কুচকাওয়াজ। প্যারিসে ঘড়ির কাটায় যখন রাত ৯টা ৩৭ মিনিট বাজবে, সূর্যাস্তের সাথে সাথে অস্তগামী সূর্যের প্রাকৃতিক আলো রাজধানীর প্রাণকেন্দ্র সেইন তীরে ক্রীড়াবিদদের নদী ভ্রমণের জায়গাটি আলোকিত করবে, অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হবে। বিখ্যাত সঙ্গীতশিল্পী সেলিন ডিওন ও লেডি গাগা অনুষ্ঠান মাতাতে প্যারিস পৌঁছেছেন। শতাধিক দেশের রাষ্ট্রপ্রধান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখের উপস্থিতিতে ফ্রান্সের পতাকা উত্তোলন এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীত বাজানো হবে। অনুষ্ঠানের পরের অংশে থাকবে প্যারেড অব নেশনস। কুচকাওয়াজে প্রায় ৯৪টি নৌকা থাকবে। প্রতিটি নৌকায় অ্যাথলেটদের গতিবিধি দেখানোর জন্য থাকবে টিভি ক্যামেরা। অন্যান্য কার্যক্রমের মধ্যে থাকবেআনুষ্ঠানিক বক্তৃতা, অলিম্পিক পতাকা উত্তোলন, অলিম্পিক শিখা প্রজ্বলন। ফরাসি সংস্কৃতি তুলে ধরতে শৈল্পিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী যজ্ঞ শেষ হবে। প্যারিস অলিম্পিকের মাসকটের নাম ফ্রাইজিস। ফ্রান্সের স্বাধীনতার প্রতীক বিখ্যাত ফ্রিজিয়ান ক্যাপের উপর ভিত্তি করে মাসকটের এমন নামকরণ।

ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধের কারণে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ বাহিনী, ভবনের শীর্ষে স্নাইপার এবং একটি অ্যান্টিড্রোন সিস্টেমসহ ৪৫ হাজার পুলিশ কর্মকর্তা নিরাপত্তায় নিয়োজিত থাকবে। প্যারিসের নাগরিক এবং দর্শকদের যেকোনো জায়গায় যাওয়ার জন্য একটি কিউআর কোডের অনুমতি থাকতে হবে। গাড়ি চলাচল সীমিত করা হবে, আশেপাশের মেট্রো স্টেশন এবং সেতু বন্ধ থাকবে। অনুষ্ঠানের অংশ ব্যতীত সকল প্রকার বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। গেমস চলাকালীন ১২ মিলিয়নেরও বেশি মানুষ প্যারিসে যাবেন বলে আশা। ইভেন্টের অধিকাংশ ভেন্যু প্যারিসে। লিয়ন স্টেডিয়ামসহ অন্যান্য শহরের কয়েকটি ভেন্যুতে গেমস গড়াবে। মার্সেই মেরিনায় হবে সেইলিং ইভেন্ট। মূল ভেন্যু থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে ফ্রেঞ্চ পলিনেশিয়ার তাহিতিতে সার্ফিং ইভেন্ট হবে। খেলোয়াড়দের জন্য তৈরি করা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে আইফেল টাওয়ারের ছবি খোদাই করা হয়েছে। পদকের নকশাকার এলভিএমএইচ জুয়েলার চৌমেট। তিনি বিশ্বব্যাপী কারুকার্যের জন্য বিখ্যাত। আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ। আর্চার সাগর ইসলাম গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। বাকিরা পেয়েছেন আইওসি’র ওয়াইল্ড কার্ড। পাঁচ ক্রীড়াবিদ হলেনসাগর ইসলাম, আর্চারি (রিকার্ভ একক), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস/১০০ মিটার স্প্রিন্ট), রবিউল ইসলাম (শ্যুটিং/১০ মিটার এয়ার রাইফেল), সামিউল ইসলাম রাফি (সাঁতার/১০০ মিটার ফ্রি স্টাইল), সোনিয়া খাতুন (সাঁতার/৫০ মিটার ফ্রি স্টাইল)

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন ফ্রাঞ্জাইজি লিগ খেলতে যাওয়া চার ক্রিকেটার
পরবর্তী নিবন্ধ৭ আগস্ট মাঠে গড়াবে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ