পর্দা উঠলো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশসহ ৭৪টি দেশের আড়াইশ চলচ্চিত্র নিয়ে শুরু হলো দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরও উপস্থিত ছিলেন উদ্বোধন পর্বে। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’স্লোগান সামনে রেখে এ উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত, যাকে দেশের চলচ্চিত্রে সবচেয়ে বড় আয়োজন বলা হচ্ছে। এবার প্রদর্শিত হতে যাওয়া সিনেমার মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের ৭১টি। খবর বিডিনিউজের।

এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দা ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনএ সিনেমা প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে দেখানো হবে চলচ্চিত্রগুলো। হবে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ইরানি নির্মাতা মুর্তাজা অতাশ জমজমের ‘ফেরেশতে’। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এরপর দেখানো হয় বাংলাদেশভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুজিব: একটি জাতির রূপকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কোরিওগ্রাফিতে বাংলা চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরেন শিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠানে আবু নাঈমের কোরিওগ্রাফিতে বাংলা চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। একদিন ছুটি হবেথেকে শুরু করে সামপ্রতিক সময়ের সাড়া জাগানো ’তুমি বন্ধু কালা পাখি’সহ কালজয়ী বিভিন্ন সিনেমার গান দিয়ে সাজানো হয় কোরিওগ্রাফিটি। ধারা বর্ণনায় তুলে ধরা হয় এ দেশের চলচ্চিত্রের ইতিহাস।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকদের ক্ষমতায়নের মাধ্যমেই ঘটবে শিক্ষার উন্নতি
পরবর্তী নিবন্ধম্যাডোনার বিরুদ্ধে মামলা