আজাদী সম্পাদক প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম. এ. মালেক বলেচেন, ‘কিশোর কিশোরীরা বয়সন্ধিকালে আবেগে তাড়িত হয়। দারিদ্র্য এবং সঙ্গদোষে বিপথে পরিচালিত হয়। যথাযথ ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে শিশু–কিশোররা অপরাধের দিকে ঝুঁকে পড়ে।
নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজে ইয়ুথ এওয়ারনেস এন্ড প্রিভেনশন প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাণবন্ত ও বুদ্ধিদৃপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করেন। মা–বাবা এবং শিক্ষকবৃন্দের নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি শিক্ষার্থীদের বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ এ কালজয়ী গানটির উদ্ধৃতি দিয়ে তিনি প্রবর্তক স্কুলের শতবছরের ঐতিহ্যের ইতিহাস তুলে ধরেন এবং তরুণ শিক্ষার্থীদের পরের কল্যাণে জীবন গঠনের পরামর্শ দেন।
গতকাল লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের উদ্যোগে ইয়ুথ এওয়ারনেস এন্ড প্রিভেনশন প্রোগ্রাম নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের শহীদ বীরেন্দ্রলাল চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর ডিস্ট্রিক্ট ৩১৫ বি–৪ গভর্নর লায়ন কহিনুর কামাল। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব। সচেতনতামূলক এ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশ পরিদর্শক (পিবিআই) মর্জিনা আক্তার।
এতে আরও বক্তব্য প্রদান করেন প্রবর্তক সংঘের (বাংলাদেশ) সম্পাদক ও প্রাক্তন জেলা গভর্নর বিশিষ্ট চক্ষু চিকিৎসক লায়ন ডা: শ্রীপ্রকাশ বিশ্বাস। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা লিগাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ রূপন কুমার দাশ। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন এস. এম. ফারুক, লায়ন রাজীব সিনহা, লায়ন সিলভার স্টার বার্নেট, লায়ন সাধন কুমার, লায়ন ইসমাঈল চৌধুরী, লায়ন নিশাত ইমরান, লায়ন বাসুদেব সিনহা, লায়ন সারাহ তানভীর, লায়ন অনুপম কুমার মজুমদার, লায়ন তুহিন চক্রবর্তী, লিও শাহাদাৎ হোসেন সায়েফ, লিও নাজমুল হাসান, লিও সৈয়দ শাহারিয়ার। ২য় পর্বে কিশোর গ্যাংয়ের উপর ছাত্র–ছাত্রীদের উদ্দেশ্যে তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং জজ কোর্টের আইনজীবী মো: আসাদুজ্জামান খান। প্রেস বিজ্ঞপ্তি।