পরীর পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

নগরীর পরীর পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় লিখিত বক্তব্যে বলা হয়, যে পাহাড়ে আদালত, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আইনজীবীদের ভবন রয়েছে, সেই পরীর পাহাড়কে প্রত্নসম্পদ হিসাবে সংরক্ষণ করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনোজ কুমার দেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সভাপতি সাংবাদিক আলীউর রহমান ও সংগঠক কায়সার আলী চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য শ্যামল বিশ্বাস। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. আবুল কাসেমও টেলিকনফারেন্সে যুক্ত হন।
সংবাদ সম্মেলনে পরীর পাহাড় রক্ষায় পাঁচ দফা সুপারিশ পেশ করা হয়। সেগুলো হলো- পরীর পাহাড়ের প্রত্নসম্পদ হিসাবে সংরক্ষণ করা, লাইট হাউজ ঘোষণা করা। প্রশাসনিক কার্যক্রমের মতো বিচারিক কার্যক্রমের জন্যও কালুরঘাট এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। পাহাড়ের ঢালে নির্মিত ঝুঁকিপুর্ণ ভবন ভেঙে ফেলা। লাল ভবনটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং পরীর পাহাড়কে প্রত্নসম্পদ আইনে সংরক্ষণ করে বাংলাদেশের যে সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য রয়েছে, সেই আলোকে পরীর পাহাড়ের লাল ভবনকে হেরিটেজ ঘোষিত করা।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচনে অনিয়ম মামলার শুনানি পিছিয়েছে
পরবর্তী নিবন্ধমহানবী মানুষকে সংযমী হওয়ার শিক্ষা দিয়েছেন