শিক্ষাদান এবং শিক্ষা লাভকে ফলপ্রসূ ও উন্নতি করার জন্য পরীক্ষার খাতায় সঠিক মূল্যায়ন অপরিহার্য। একজন আদর্শ শিক্ষার্থীর স্বপ্নই হলো তার আশানুরূপ ফলাফল বা ভালো ফলাফল তেমনি শিক্ষকরাও ছাত্রদের ভালো ফলাফলের জন্য শ্রম দিয়ে যান। ছাত্রের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষকদের শ্রম বিফলে যায় পরীক্ষার খাতায় অবমূল্যায়নের কারণে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সমস্যা হলো পরীক্ষার খাতায় সঠিক মূল্যায়ন না করা। অনেক সময় দেখা যায়, অকৃতকার্য হবার মতো পরীক্ষার্থী ভালো ফলাফল করে অথচ যে পরীক্ষার্থী দিনরাত পরিশ্রম করেছে সে তার প্রাপ্য ফল পায় না। ফলে যোগ্য ছাত্র আত্মবিশ্বাস হারায়। শোনা যায়, যে শিক্ষকের খাতা দেখার কথা তিনি তার অন্য ছাত্রদের দিয়ে খাতা কাটিয়ে নেন। যা চরম হতাশাজনক। বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ পত্রের দাম নেই বললেই চলে। যার অন্যতম কারণ হলো পরীক্ষার খাতার সঠিক মূল্যায়নের অভাব।
একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ পত্রের মান উন্নত করতে খাতায় সঠিক মূল্যায়ন এবং পরীক্ষার হলে নজরদারি বাড়িয়ে নিয়মাবলী কাগজেই সীমাবদ্ধ না রেখে সঠিক প্রয়োগ করা হোক।
সুরাইয়া আফরিন হিয়া
শিক্ষার্থী,
সরকারি আজিজুল হক কলেজ,
বগুড়া।