পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এ.কে.এম. ফজলুল হক

চট্টগ্রাম-৯ সংসদীয় আসন

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এ.কে.এম.ফজলুল হকের সৌজন্যে ২৭ নভেম্বর বৃহস্পতিবার কোতোয়ালি থানার ৩১ নং আলকরন ওয়ার্ডে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গড়ার বার্তা নিয়ে এই জনকল্যাণমূলক উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

উক্ত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডাঃ এ.কে.এম.ফজলুল হক। তিনি নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং বলেন,”একটি সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। আমরা জনপ্রতিনিধি হতে চাই জনগণের সেবক হিসেবে, শুধু রাজনৈতিক পরিচয় নিয়ে নয়।”

৩১ নং আলকরন ওয়ার্ড আমীর আজগর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ, আসন কমিটির সচিব তৌহিদুল ইসলাম আজাদ, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল, ওয়ার্ড সেক্রেটারী মাঈনুদ্দিন।

বক্তারা বলেন, ডাঃ ফজলুল হকের এই ধরনের জনমুখী কর্মসূচি প্রমাণ করে তিনি শুধু নির্বাচনের সময় নয়,বরং সব সময় জনগণের পাশে থাকতে চান। ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কাজ অব্যাহত রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধএবার বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ
পরবর্তী নিবন্ধছাগলনাইয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ‘আজীবন সদস্য সংগ্রহ উৎসব’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত