পরিশ্রম আর মানব সেবার মধ্যদিয়ে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে হবে

পশ্চিম বাকলিয়ায় নির্বাচনী সেন্টারের সভায় মুহাম্মদ শাহজাহান

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেনএবারের নির্বাচনে মোকাবেলা করতে হবে দীর্ঘ দিনের মিত্রদের সাথে। সকল নির্বাচনী কর্মীকে তিনি প্রজ্ঞা এবং পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি নিজেদের পক্ষে আনার আহবান জানান। তিনি বলেন, কঠোর পরিশ্রম আর মানব সেবার মধ্যদিয়ে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে হবে। চট্টগ্রাম মহানগরী জামায়াতের ১৭নং পশ্চিম বাকলিয়ার উদ্যোগে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত সেন্টার ও বুথ কমিটির প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ১৭নং পশ্চিম বাকলিয়ার আমীর কামাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরীর পরিচালনায় সেন্টার এবং বুথ কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসনের নির্বাচন পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম৯ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনবাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, নায়েবে আমীর আবুল মনসুর, সেক্রেটারি নুর আহমদ, কোতোয়ালি থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম যোবায়ের, পশ্চিম বাকলিয়ার নায়েবে আমীর আহমদুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মহিউদ্দিন, বায়তুলমাল সেক্রেটারি ইকরামুল হক, অফিস সেক্রেটারি এহসানুল হক মিলন, কর্মপরিষদ সদস্য মাহমুদুল করিম, গোলাম কাদের প্রমুখ। প্রধান বক্তা মহানগরী ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম বলেন ফ্যসিবাদকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি, নব্য ফ্যসিবাদ থেকেও দেশকে বাঁচতে পারবো, ইনশাআল্লাহ। সবাইকে যথাযথ ভূমিকা পালনের জন্য তিনি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেরিন সার্ভেয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসি’র ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সের প্রস্তুতি সভা অনুষ্ঠিত