সাবেক মন্ত্রী হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার সকালে হাটহাজারীতে সংসদ সদস্যের গ্রামের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার, প্রকল্প পরিচালক কৃষিবিদ কাজী গোলাম মোস্থফা ও হাটহাজারী সমাচারের সম্পাদক মো. ইউছুফ। সাক্ষাতে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ চলমান এক কোটি গাছের চারা বিতরণ ও সচেতনমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। ব্যারিস্টার আনিস বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ। কেবল বৃক্ষরোপণ করলেই এই সংকট কাটানো সম্ভব নয়। এ জন্য প্রয়োজন গাছের সঠিক পরিচর্যা। সর্বস্তরের মানুষকে সচেতন করতে এবং বৃক্ষরোপণ কর্মসূচির পরিসর বাড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।