পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

আয়ুব বিবি ট্রাস্টের চারা বিতরণে লায়ন হাকিম আলী

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

আয়ূববিবি ট্রাস্টের ভাইসচেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বৃক্ষসম্পদের উন্নয়ন এবং সংরক্ষণ করতে হবে। এ লক্ষ্যে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বৃক্ষরোপণে যার যার জায়গা থেকে সবাইকে আন্তরিক হতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যাও করতে হবে।

তিনি গত শুক্রবার আয়ুব বিবি ট্রাস্টের সার্বিক সহযোগিতায় মইজ্জ্যারটেক চত্বরে কর্ণফুলী উপজেলা সাধারণ শিক্ষার্থী পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মোস্তফা কামাল তুহিনের সভাপতিত্বে এবং মুহাম্মদ মনছুর আলম মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শাহাজাহান ফারুকী, মোহাম্মদ শাহাদাত হোসেন, ইমতিয়াজ জাবেদ। উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম ( সেলস ও মার্কেটিং) আব্দুর রহিম, বোরহান উদ্দিন ফারুকী, মাহমুদুল হক বেঙ্গল, মোহাম্মদ সেলিম খাঁন, তাহের আহমদ মেম্বার, মুছা সিকদার, রমজান আলী প্রমুখ।অনুষ্ঠানে আয়ুব বিবি ট্রাস্টের সার্বিক সহযোগিতায় কর্ণফুলী সাধারণ শিক্ষার্থী পরিষদ, কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশন, আলোর পথে কর্ণফুলী, দীপ্তযাত্রা সংঘ, চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব, জাগরণী সংঘ, দুরন্ত দূর্বার,প্রত্যাশা ক্লাব, খোয়াজনগর ইয়াং স্টার ক্লাব, ইছানগর যুব সংঘ, মানবতার ডাক সংগঠন, আজিমপাড়া তারুণ্যের ঐক্য ইয়ুথ ফোরাম, লাল মোহাম্মদ স্মৃতি সংসদ, আব্দুল কাদের জিলানী স্মৃতি সংসদ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি, হিলফুল ফুযুল সংগঠন, ফয়যানে মুস্তফা (সঃ) পরিষদ, বখতেয়ার পাড়া যুব উন্নয়ন পরিষদ, সবুজ ক্লাব, বসুন্ধরা শুভ সংঘ, বাইট্টা গোষ্টি মানব কল্যাণ ইউনিট, স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল, চরলক্ষ্যা ক্রিয়েটিভ স্কুল, কর্ণফুলী নির্মাণ শ্রমিক ইউনিয়ন, নগর একতা সংঘ সহ ২৫ সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নেতৃবৃন্দের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫ হাজার চারা বিতরণ এবং মইজ্জ্যারটেক থেকে শিকলবাহা ক্রসিং পর্যন্ত আইল্যান্ডে ও চত্বরে চারা রোপণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডুবল বাঁশখালীর প্রধান সড়কসহ নিম্নাঞ্চল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি