চিটাগাং চেম্বার প্র্যাক্সিস এবং আমব্রেলা পিএমসির যৌথ উদ্যোগে পদ্ধতিগত টেকসই বিল্ডিং ডিজাইন এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার গত ২০ জুলাই নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, বিজিএমইএর ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
সেমিনারে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনউপস্থাপন করেন প্র্যাক্সিসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী স্থপতি নাজলী হোসেন, আমব্রেলা পিএমসির সিইও ইকবাল চৌধুরী এবং ট্রাইটেকের পরিচালক আবু আল মোতালিব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক এ কে এম আকতার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, মোহাম্মদ আদনানুল ইসলাম, আলমগীর পারভেজ প্রমুখ। প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র দাবদাহ ও দাবানল সৃষ্টি হচ্ছে। কাজেই আমাদেরকে সবক্ষেত্রেই পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। চট্টগ্রামে টেকসই ও পরিবেশবান্ধব আবাসিক স্থান ও শিল্প কারখানা নির্মাণে বিশেষায়িত প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে। প্রাকৃতিক আলো বাতাসের সদ্ব্যবহার করে অনেক জ্বালানি সাশ্রয় করা সম্ভব।
সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, চট্টগ্রামের জন্য টেকসই স্থাপনা একটি নতুন ধারণা। প্রাকৃতিক ও ভৌগোলিকভাবে চট্টগ্রাম একটি সবুজ শহর। সৈয়দ নজরুল ইসলাম বলেন, পৃথিবীর অন্যান্য অনেক দেশ টেকসই প্রযুক্তি ব্যবহার করলেও বাংলাদেশ এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। কাজেই এ বিষয়ে আমাদের কাজ করা দরকার। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।