নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্য সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল গ্রামে ৫০০ কৃষককে পরিবেশবান্ধব কৌশলে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে টেরিয়াল গ্রামে উপজেলা কৃষি অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. সালাহ উদ্দীন সরদার। এসময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. নিজাম উদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শামসুল আলম।
প্রশিক্ষককালে কৃষকরা জানান, রাসায়নিক সার ব্যবহার ও পোকা নিধনের কিটনাশক ব্যবহার না করে পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ করায় যেমন উৎপাদন বেড়েছে তেমনি কমেছে ব্যয়। এতে করে মানুষের কাছে নিরাপদ সবজি পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। কৃষিবিদ মো. সালাহ উদ্দীন সরদার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষিতেও পড়েছে।
ফসলে নতুন নতুন পোকামাকড় ও রোগবালাইয়ের প্রাদুর্ভাব বাড়ছে। কৃষিজ উৎপাদনে উচ্চমাত্রার রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্টসহ বিভিন্ন প্রজাতির মাছ, পাখি ও অণুজীব ইত্যাদি বিলুপ্ত হচ্ছে। নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। মানুষের স্বাস্থ্যগত সমস্যা দিনদিন বাড়ছে। তাই সরকার পরিবেশবান্ধব কৌশলে নিরাপদ ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম শেষে তিনি সরজমিনে বিভিন্ন প্লট পরিদর্শন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি রবি মৌসুমে সীতাকুণ্ডের বারৈয়াঢালায় প্রায় পৌনে দুই কোটি টাকার নিরাপদ সবজি উৎপাদন হবে।