চট্টগ্রামের প্রিমিয়াম রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান র্যানকন এফসি প্রপার্টিজ। অগ্রযাত্রার শুরু থেকে চট্টগ্রাম শহরের সিটি ল্যান্ডস্কেপ কে বদলে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে র্যানকন গ্রুপ এর এই অঙ্গ প্রতিষ্ঠানটি। এই দৃঢ় প্রত্যয়ে অবিচল থেকে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত নিজেদের পাশাপাশি গ্রাহকদের জীবনযাত্রার মান এবং ধ্যানধারণাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর। র্যানকন এফসি প্রপার্টিজ ‘ক্রিয়েটিং গ্রিন লাইফস্টাইল’ নিয়ে কাজ করে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। এরই প্রেক্ষাপটে জলবায়ু, পরিবেশ প্রতিবেশকে নিয়ে প্রকল্পগুলোকে ডিজাইন করা হয়ে থাকে। শুধুমাত্র বিল্ডিং ডিজাইন নয়, প্রকল্পগুলোর ব্যবহৃত মালামাল ও যথেষ্ট সংবেদনশীলভাবে পছন্দ করা হয়ে থাকে। এরই ফল স্বরূপ প্রতিষ্ঠানটি তাদের প্রকল্পগুলোতে লেস টক্সিক বিল্ডিং ম্যাটেরিয়াল ও ভার্টিকাল গ্রিন ব্যবাহারের মাধ্যমে বিল্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যা ভিতরের অংশ শীতল রাখে। লো–ই গ্লাস এনার্জি এফিশিয়েন্সি নিশ্চিত করে ও ক্রস–ভেন্টিলেশন আরাম ও টেকসইত্ব বাড়ায়। বর্তমানে সৌরশক্তি ব্যবহার ১০%, যা ২০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও, বৃষ্টির পানি সংরক্ষণ ও পানি শোধনাগার উন্নয়নের মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হয়।
চলমান প্রকল্পগুলো রয়েছে নগরীর নাসিরাবাদ হাউসিং, মেহেদিবাগ, পারসিভাল হিল, নাসিরাবাদ প্রপারটিজ, পাঁচলাইশ, দক্ষিণ খুলশি, খুলশি হিলস, লালখান বাজার, ফরেস্ট হিলস, হালিশহর, সর্ব নিম্ন ১৭০০– ৪৫০০ (রেসিডেন্সিয়াল)বর্গফুট , ২০০০–৬০০০ (কমার্শিয়াল) বর্গফুট।
র্যানকন এফসি প্রতিটি প্রজেক্টে তাদের গ্রাহকদের লাইফস্টাইলের পরিপূর্ণতার জন্য রয়েছে ফুল– ফার্নিসড লাউঞ্জ, ইকুপড জিমনেসিয়াম, জেন গার্ডেন, সুইমিং পুল, ওয়েটিং লাউঞ্জ ইত্যাদি।