কার্বন নিঃসরণে কমানোর জন্য বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমেরিকান স্পেস বাংলাদেশে এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে ‘রাইড ফর মাইনেস সিওটু’ নামে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় নগরীর সিআরবিতে র্যালি শুরু হয়ে কাজির দেউরি, টাইগারপাস এলাকা প্রদক্ষিণ করে ১০টায় সিআরবি শিরীষতলায় সাইকেল র্যালিটি শেষ হয়।
ডিবিডি চট্টগ্রাম জেলার এইচআরও আহনাফ শাফিন বলেন, এই র্যালির মূলবার্তা ছিল যানবাহনের দূষিত কার্বন রোধে সাইক্লিং সহায়ক ভূমিকা রাখতে পারে। কারণ একটি গাড়ি বা বাইকের চেয়ে সাইকেল থেকে ৮৪% কম কার্বন–ডাই–অক্সাইড উৎপন্ন হয়। যত বেশি করে গাড়ির বদলে সাইকেলিং করা হবে, কার্বনের পরিমাণ বাতাসে তত কম হবে। যার ফলস্বরূপ আমরা পাব শুদ্ধ বাতাস এবং দূষণমুক্ত শহর। জনসচেতনতা বৃদ্ধির জন্যই এই র্যালি আয়োজন করা হয়েছে। র্যালিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইকেলিস্ট (সিইউসি), হাটহাজারী সাইকেলিস্ট (এইচসি), ইন্সেক্টস অব ন্যাচারসহ প্রায় ২৫০ জন সাইক্লিস্ট এতে অংশ নেয়। র্যালি শেষে পার্টিসিপ্যান্টদের সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।