বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আহরণ পরিবেশ উন্নয়ন স্ব–উদ্যোগ কার্যক্রমের আওতায় সম্প্রতি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. শফিক হায়দার চৌধুরী।
বক্তব্য দেন নাজমুস সাকীব অনিক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মশহুদ–উজ–জামান ও আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহ্সানুল করিম। সঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া চৌধুরী। নানা আয়োজনে অংশ নেয় শিক্ষার্থী দেবাঞ্জনা বড়ুয়া, আবরার ফাইয়াজ, সূর্যদ্বীপ বসু নিয়োগী, ফিদা নুজহাত হুদা ও দেবোত্তম বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিতের সহযোগী অধাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব। প্রেস বিজ্ঞপ্তি।