পরিবেশ ও বন রক্ষায় গণমাধ্যমকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সেমিনারে বক্তারা

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

 

বিশ্বে দৈনিক গড়ে ১০ থেকে ১২ কিলোমিটার প্রাকৃতিক বন হারিয়ে যাচ্ছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই পরিবেশ ও বন রক্ষায় গণমাধ্যমকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে। গতকাল বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ( অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ। নির্বাহী প্রযোজক (বার্তা) মোহাম্মদ মনির হোসেনের সেমিনার সঞ্চালনা করেন। সেমিনারে বন ও পরিবেশ সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোচনায় অংশ নেন রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বখতিয়ার নূর সিদ্দিকী এবং পরিবেশ সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সুব্রত কুমার দাস, কন্ট্রোলার ডিজাইন মাসুদুর রহমান ও প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন সেমিনারে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই সেমিনারে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড্রেজার ডুবে নিখোঁজ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ২ শ্রমিকের খোঁজ মেলেনি
পরবর্তী নিবন্ধড. সুনীতি ভূষণ কানুনগো জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার দাবিদার