পরিবেশ অধিদপ্তরের পাশেই কাটা হচ্ছে পাহাড় !

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ জুন, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

পাহাড় কাটাসহ পরিবেশ রক্ষায় কাজ করে সরকারি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পাশেই চলছে পাহাড় কাটা! নগরীর খুলশী এলাকায় বেশ কয়েকটি পাহাড় কেটে তৈরি করা হচ্ছে নতুন নতুন স্থাপনা। মূলত নতুন করে গড়ে উঠা স্থাপনার পাশে লোকচক্ষুকে আড়াল করে বিলীন করে দেয়া হচ্ছে সবুজ পাহাড়। সরেজমিন দেখা গেছে, খুলশী ইউএসটিসির ছাত্রী হোস্টেলের পেছনে কতিপয় প্রভাবশালী পাহাড় ও টিলা কেটে সাবাড় করছে। এখানে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে নতুন নতুন স্থাপনা। দীর্ঘদিন ধরে কৌশলে একটি পাহাড়কে আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, এখানকার পাহাড়গুলোতে প্রথমে ছোট স্থাপনা তৈরি করা হয়। এরপর আস্তে আস্তে পাহাড়গুলো কেটে মাটি বিক্রি করে দেয়া হয়। আবার পাহাড়ের উপরে কেটে আশেপাশে ভরাট করে সমতল করা হয়। মাসের পর মাস কাটা হয় এসব পাহাড়। আশপাশে উঁচু দালান থাকার কারণে মূল সড়ক থেকে পাহাড় কাটার দৃশ্য চোখে পড়ে না। ফলে অধরা রয়ে যায় পাহাড় কাটার সাথে জড়িতরা। খুলশী পিজিসিবিএলের পাশে কবরস্থানের লাগোয়া ও ইউএসটিসির ছাত্রী হোস্টেলের পেছনে একই কায়দায় পাহাড়গুলোকে নিশ্চিহৃ করা হচ্ছে। অথচ মাত্র ১০০ মিটার দূরেই পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক ও মহানগর কার্যালয়।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক দৈনিক আজাদীকে বলেন, “খুলশী এলাকাটি পাহাড়ঘেরা। এখানে অনেক পাহাড়ে অবৈধ বসতি রয়েছে। আবার নতুন করে কেউ পাহাড় কাটলে সচরাচর চোখে পড়ে না। ফয়’স লেকে পাহাড় কাটার বিষয়টি আমরা পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধএক দিনে দুই চালকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধঅধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় কক্সবাজার