পরিবারের সঙ্গে অভিমান করে আনোয়ারায় কিশোরীর আত্মহত্যা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ৪:২১ অপরাহ্ণ

পরিবারের সঙ্গে অভিমান করে আনোয়ারায় আঁখি আখতার নামে ১৫ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২০ মে) সকালে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনি এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাবার নাম মো. সৈয়দ আলী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ওই কিশোরীকে দুপুরে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।-বাংলানিউজ

আলাউদ্দিন তালুকদার বলেন, কিশোরীর ভাইয়ের ভাষ্যমতে- পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে অভিমানে বিষপান করে ওই কিশোরী।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসাংবাদিক রোজিনা ইসলামের জামিন আদেশ রোববার