পরিবারের অজান্তে পুকুরে ডুবল একমাত্র সন্তান

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৯:৩৬ অপরাহ্ণ

সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মা ও স্বজনদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়।

আকিল আসমান নামের ৩ বছরের শিশুটি উপজেলার ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রোয়াজির পাড়া এলাকার ফার্নিচার ব্যাবসায়ী মোহাম্মদ হারুন সওদাগরের একমাত্র পুত্র।

বিষয়টি নিশ্চিত করে ছদাহা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুর রহিম জয় দৈনিক আজাদীকে বলেন, পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে গিয়ে শিশুটি ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে শিশুটির বাবা-মা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে জানতে ছদাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরশেদুর রহমানের মোবাইলে কল দিলেও তিনি ফোন ধরেননি।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম আবদুল্লাহ আল মামুন দৈনিক আজাদীকে বলেন, বাড়ির পাশের পুকুরের পানিতে পরে গিয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। যাদের বাড়ির আশপাশে পুকুর রয়েছে তাদের অবশ্যই সচেতন হওয়া উচিত।

ইতিমধ্যে পরিবারের লোকজনের অসাবধানতার কারণে পানিতে ডুবে গিয়ে অনেক শিশুদের মৃত্যু হয়েছে, বাড়ির আশেপাশে পুকুর থাকলে উঁচু করে বেড়া দিলে এবং শিশুদের গতিবিধি নজরে রাখলে এই ধরনের মৃত্যুর হার কমবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া