পরিবহন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে হামলা ও ভাংচুরকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপ এবং সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের এক যৌথ সভা গতকাল মঙ্গলবার বিকেলে বি আর টি সি মার্কেটস্থ আন্তঃজিলা বাস মালিক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও আন্তঃজিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর আলম, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুুরী মাইজভান্ডারী, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম. মনছুর রহমান চৌধুরী, মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব মো. আহসান উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি প্রচার সম্পাদক মো. হাসান, মনছুর আনোয়ার, ইকবাল হোসেন চৌধুরী, মো. শাহজাহান, আবুল বশর চৌধুরী, আহম্মদ হোসেন ফারুক, নুরুল হায়দার মাছুম, নাছির উদ্দিন বাবুল, মো. শাহ আলম চৌধুরী, মনছুর আলম, বিপ্লব চৌধুরী, আবুল কাশেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএনওর নম্বর ক্লোন করে চাঁদা দাবি, থানায় জিডি
পরবর্তী নিবন্ধগিয়াস আল মামুনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা