পরিবহন ধর্মঘটে উত্তর চট্টগ্রামের ২৫ রুটে মানুষের দুর্ভোগ

চার শ্রমিকের জামিন, একদিন পর প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ মে, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রামরাঙামাটি ও চট্টগ্রামখাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের ২৫ রুটে দুর্ভোগ পোহায় মানুষ। এদিকে চার পরিবহন শ্রমিকের জামিনের পর একদিন পর ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকরা। বিনা শর্তে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গত সোমবার বিকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল উত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকরা। পরে গতকাল মঙ্গলবার বিকালে ধর্মঘট প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চুয়েটে বাস ভাঙচুরের প্রতিবাদে রোববার ধর্মঘট চলাকালে নগরীর অক্সিজেন এলাকায় বিআরটিসির বাস ভাঙচুর করে পরিবহন শ্রমিকদের একাংশ। এ অভিযোগে চার পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে সোমবার বিকাল থেকে উত্তর চট্টগ্রামের ২৫ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। এতে বিপাকে পড়ে ওইসব রুটের যাত্রীরা। গতকাল সকাল থেকে অক্সিজেন বাস কাউন্টার থেকে উত্তর চট্টগ্রামের কোনো বাস ছেড়ে যায়নি। ফিরতি গাড়ি চট্টগ্রাম শহরেও প্রবেশ করেনি। এতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকে সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বাস না পেয়ে বেশি ভাড়ায় সিএনজি টেক্সিতে রওনা দেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই অনেক যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য অক্সিজেনে আসেন। কিন্তু কোনো বাস নেই। তাই এ তীব্র গরমের মধ্যে তারা দোকানের সামনে ও ফিলিং স্টেশনে অপেক্ষা করেন।

পূর্ববর্তী নিবন্ধঘুম থেকে উঠে বুকে ব্যথা, হাসপাতালে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিদ্যুৎকেন্দ্রের গ্যাসের দাম আবার বাড়ল