পরিবর্তনটা নিজেকে দিয়ে শুরু করতে হবে

অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে আজাদী সম্পাদক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, সৃষ্টিকর্তা এক অনিরুদ্ধকে তুলে নিয়ে হাজার হাজার অনিরুদ্ধকে লায়ন রূপম কিশোর বড়ুয়ার কাছে দিয়ে গেছেন। রাউজানের পাহাড়তলীর মহামুনিতে তিনি একটি অনাথ আশ্রম করেছেন। সেখানে সব ধর্মবর্ণের এতিম শিশুরা থাকার সুযোগ পাচ্ছে। এদের মাঝে চিরদিন অনিরুদ্ধ বড়ুয়া অনি বেঁচে থাকবে। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে আজাদী সম্পাদক বলেন, তোমরা নিষ্কলুষ চরিত্রের অধিকারী, সেটি তোমরা ভবিষ্যতেও হারাবে না। কারণ মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যাকে ছোট থেকে বড় হতে হয়। বড় হয়ে নিজেদের কাজ দিয়ে আশপাশে যারা আছে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে সচেষ্ট হতে হবে। সকলে চায় অন্যরা পরিবর্তন হোক। নিজে পরিবর্তন হতে চায় না। আসলে পরিবর্তনটা নিজেকে দিয়ে শুরু করতে হবে। যদি নিজেকে দিয়ে শুরু না করি তাহলে আরেকজনকে বলব কি করে? যদি নিজের পরিবারকে সুস্থসুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে পাড়াপড়শি যারা আছে তাদের বলতে পারব। পাড়াপড়শি থেকে সেটা ক্রমান্বয়ে শহরে এবং এক পর্যায়ে পুরো বাংলাদেশে তা ছড়িয়ে পড়বে।

উদ্বোধকের বক্তব্যে ইউএসটিসির সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, লায়ন রূপম কিশোর বড়ুয়া দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। তিনি সাবেক লায়ন্স গভর্নর ছিলেন। এলাকায় অনাথাশ্রম করেছেন। একটা হাসপাতাল গড়ার কাজে হাত দিয়েছেন। পাঠাগার করেছেন। শিশুদের চিত্তবিনোদনের জন্য শিশুপার্ক করেছেন। এছাড়া স্কুলকলেজে আর্থিক সাহায্য করেছেন। তার একমাত্র ছেলে অনিরুদ্ধ বড়ুয়া অনি মারা যাওয়ার পর থেকে বিগত ২৫ বছর ধরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছেন। লায়ন রূপম কিশোর বড়ুয়া একজন মহৎপ্রাণ ব্যক্তিত্ব।

সভাপতির বক্তব্যে লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেন, সৃষ্টিকর্তা আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন, এখানে আমরা নিশ্বাস একবার ত্যাগ করলে আরেকবার নিতে পারছি। কাজেই আমাদের ত্যাগ করা শিখতে হবে। তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। এই কারণে তোমাদের আমরা বৃত্তি দিচ্ছি। একটা ছেলে বা মেয়ে যখন আমাকে বলে আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি; তখন আমার খুবই ভালো লাগে। আমার গ্রামে আমি একটি আশ্রম করেছি। যাতে আমার কাজ দেখে অন্যরা উদ্বুব্ধ হয়।

অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি সজিব বড়ুয়া ডায়মন্ডের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর সাবেক গভর্নর লায়ন রফিক আহমেদ, সাবেক গভর্নর লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, বর্তমান প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব ও অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সীমান্ত বড়ুয়া এবং ট্রাস্টি দেবাব্রত বড়ুয়া। সমাপনী বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর লায়ন মিরাজুর রহমান।

উপস্থিত ছিলেন অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন সুপ্রভা বড়ুয়া। অনুষ্ঠানে রাউজান এলাকার ৮টি বিদ্যালয়ের ৯৪ জন শিক্ষার্থী এবং কলেজবিশ্ববিদ্যালয়ের ২৫ জনসহ মোট ১১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের ৪ শিক্ষার্থী বহিষ্কার
পরবর্তী নিবন্ধ৭৮৬