নিজের ভিতর পরিবর্তন দরকার ব্যক্তিক, সামাজিক, সাংগঠনিক একনায়ক তত্ত্বের জন্য একনায়ক তন্ত্র একনায়ক তন্ত্রের অবসান সুন্দর সৃষ্টিশীল ও মানবিক মানুষ দরকার জবাবদিহি ও স্বচ্ছতা নীতিনৈতিকতা এখন আর নেই…. নীতিগত সিদ্ধান্ত ছাড়াই ব্যক্তি বিশেষে পরিণত হলো আমাদের দেশের সংগঠন দান ও সংগঠনের নামে চাঁদাবাজী এখন এক সাধারণ ব্যাপার হয়ে গেল সাংগঠনিক সমন্বয় সাধনই সংঘায়ন সেই সংঘায়ন না–থাকার জন্য সংঘাত। মানুষ হিসেবে মানুষের কল্যাণ চিন্তা শান্তি সমপ্রীতি সমৃদ্ধি কামনা এক মানবিক রাষ্ট্রের মাধুর্য সকলের এ মুহূর্তে তাই মানুষ হিসেবে নিজের ভিতরের আলো জ্বালিয়ে পরিবর্তন দরকার।












