প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, মীরসরাইয়ের এই উপকূলে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরই দেশের শিল্প বিপ্লবের অনন্য উদাহরণ। তিনি বলেন, এই শিল্প নগর এখন আর স্বপ্ন নয়। যার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে শিল্প বিপ্লবের অনন্য দৃষ্টান্ত হবে এই শিল্পাঞ্চল। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে দেশি বিদেশি বিনিয়োগ বেড়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শনে এসে এসব কথা বলেন।
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবস্থিত শেখ হাসিনা সরোবরে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া আম্রপালি জাতের একটি আম গাছের চারা রোপণ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করে বেজা কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠকে মিলিত হন।
তিন দিনের চট্টগ্রাম সফরের শুরুতে তিনি দেশের সর্ববৃহৎ ওই শিল্প নগরে যান। এসময় বেজার পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো ইরফান শরীফ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারী কমিশনার ভূমি জামিউল হিকমা সহ বেজা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থনৈতিক জোন পরিদর্শন শেষে তিনি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় নানার বাড়ি ঘুরে দেখেন। নাতির আগমন উপলক্ষে সকাল থেকে সুলতান উকিল বাড়িতে সাজ সাজ রব, সকলের মাঝে খুশির আমেজ। আত্মীয়-স্বজন সবাই তাকে দেখার জন্য একত্রিত হয়েছেন। তিনি সকল আত্মীয়, বন্ধু, বান্ধব, সহপাঠীদের খোঁজ খবর নেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সুলতান উকিল বাড়ি সেতুবন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের স্ত্রী মিসেস আহমদ কায়কাউস। এসময় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন, সাবেক শিক্ষক নুর উল আলম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।