পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিন, খাবার নিন

এসকেএসপির ব্যতিক্রমী আয়োজন

| বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘প্লাস্টিক বোতল দিন, খাবার নিন’ স্লোগানে নগরীতে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন করে স্বেচ্ছাসেবী সংগঠন সেতু ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান (এসকেএসপি)। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইশতিহাদ হোসেন শিপন এবং সভাপতি জাহিদা পারভীন আন্নার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে পথশিশু ও দরিদ্রদের খাবার বিতরণ করে সংগঠনটি। সম্প্রতি লালদীঘি পাবলিক লাইব্রেরির সামনে কর্মসূচি উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, ওয়াসিম উদ্দীন চৌধুরী ও হাসান মুরাদ বিপ্লব। বক্তারা বলেন, নগরীতে প্লাস্টিক পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও পরিবেশ বাঁচাতে কর্মসূচি শুরু করেছে প্রতিষ্ঠানটি। নগরীর পথশিশুদের পাশাপাশি দরিদ্র মানুষদের সেবা ও পরিবেশবান্ধব নগর গড়তে সহযাত্রী হিসেবে নগরবাসীকে আলোর মুখ দেখাবে। এ সময় উপস্থিত ছিলেন নাদিরা সুলতানা হেলেন, কমর, সাদিক, তানজির, আব্দুল্লাহ আল মামুন, তানজিল, সামু, মাজহার, সাত্তার, মামুন, সাঈফ, সাজ্জাদ, রবিউল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫৮৬ বোতল ফেনসিডিল ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ আটক ২
পরবর্তী নিবন্ধকাউন্সিলর রুমকির বস্ত্র বিতরণ