পরিচয় সাংস্কৃতিক সংসদের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

পরিচয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে গত ৭ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে, ‘মানবিক সমাজ নির্মাণে সংস্কৃতি চর্চার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যাপক শিব প্রসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বরমা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী, ভানু রঞ্জন চক্রবর্তী, নজরুল সঙ্গীত শিল্পী ফরিদা করিম। বক্তারা বলেন, মানবিক সমাজ বিনির্মাণে সুশিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধসিয়াম সাধনা পাপকে ধ্বংস করে চিত্তের পবিত্রতা আনয়ন করে