বর্তমান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন জরুরি সেবা বন্ধ থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে এগিয়ে আসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ। গত ১৮ আগস্ট সিটি যুব রেড ক্রিসেন্টের প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবক নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে (ডিসি হিল, এমএ আজিজ স্টেডিয়াম, ডিসি অফিস এবং কোতোয়ালী থানা) পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এই কার্যক্রমে সার্বিক দিক–নির্দেশনা দেন সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজিদ। এ সময় তিনি বলেন, যেকোন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকরা মানুষের জন্য কাজ করে, পরিচ্ছন্ন নগরী গড়তে রেড ক্রিসেন্ট সবসময় প্রস্তুত।পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম কার্যক্রম মাঠ পর্যায়ে সমন্বয় করেন যুব উপ–প্রধান ১ সুজিত রুদ্র, প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান মো আসির হামিম, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি