ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিবেশবান্ধব বিশাল এলাকা জুড়ে অবস্থিত। চারিদিকে ধুলাবালি, যানজটের তীব্রতা জনমানবের মনে অসন্তোষের কারণ হলেও জীবিকার তাগিদে নিরুপায় হয়ে বসবাস করতে হয়। রাজধানী হওয়া সত্ত্বেও সরকারি উদ্যোগে বিভিন্ন এলাকার উন্নয়নের ঘাটতি চোখে পড়ার মতোন; যা প্রকৃতপক্ষে দৃশ্যমান। ফ্লাইওভারে চলাচল করলেই যে যাতায়াত সুবিধা হবে তা নয়, অপরিকল্পিত নগরায়ণের জন্য ভুক্তভোগী জনগণ। ফুটপাত ও রাস্তার অনেকাংশ জুড়েই হকারদের দখলে, যার দরুন পথচারীরা ফুটপাতে হাঁটতে না পেরে বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে। যা খুবই ঝুঁকিপূর্ণ। অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল, অতিদ্রুত অন্য গাড়িকে পাশ কাটিয়ে চলে যাওয়ার যে প্রতিযোগিতা এতে ভুক্তভোগী রাস্তায় চলাচলকারী পথচারীরা। এতে প্রতিনিয়ত বহু দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ জনতা। দুর্ঘটনায় নিহত ও আহতের পরিমান নেহাত কম নয়। টেলিভিশন ও পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে নিহত–আহতের সংখ্যা। আমরা সাধারণ জনগণ এমন অপমৃত্যু চাই না। পরিকল্পিত নগরায়ন, এলাকাভিত্তিক উন্নয়ন ও ফুটপাত দখলমুক্ত করার প্রয়াস চালিয়ে জনগণের কল্যাণে এগিয়ে আসার জন্য সরকার, ঢাকা নগর উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
ইকরাম আকাশ
শিক্ষার্থী,
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ।