পরলোকে বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র

আজাদী ডেস্ক | সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানাধীন নালাপাড়া নিবাসী মহানগর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র (৭২) গতকাল রোববার বিকেল ৪টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি হৃদরোগ ও বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন রাত ৮টায় নগরীর মিউিনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠের শহীদ মিনারের সামনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমিবাকলিয়া) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামিউল হিকমার নেতৃত্বে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীরসহ পুলিশের একটি চৌকশ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। একইসাথে সিএমপি কমিশনারের পক্ষে প্রয়াতের সন্তানের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এরপর রাতে নগরীর বলুয়ার দীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম এ লতিফ এমপি, নবনির্বাচিত এমপি নোমান আল মাহমুদ, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আশীষ নন্দী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এহছানুল আজিম লিটন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি চালককে খুঁটিতে বেঁধে নির্যাতন হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশনের আর্থিক অনুদান